
কমলগঞ্জের কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন
রাজু দত্ত, কমলগঞ্জ প্রতিনিধি ।।
মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।
বৃহস্পতিবার ২২ ডিসেম্বর কুরমাঘাট পৌঁছালে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এবং কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই ইদ্রিস আলী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় ডিআইজি কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের অফিস এবং সীমান্তের আশেপাশের এলাকা পরিদর্শন, দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল)
শহিদুল হক মুন্সী এবং কমলগঞ্জ থানা ও কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের কর্মরত পুলিশ সদস্যগণ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description