কন্যাসন্তানের জন্ম দিলেন বিপাশা বসু

লিউডে আরেকটি সুখবর পাওয়া গেছে! মা হলেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। আজ শনিবার (১২ নভেম্বর) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অভিনেত্রী বিপাশা বসু।
অভিনেতা করণ সিংহ গ্রোভারের সাথে বিয়ের ছয় বছরের মাথায় মা হলেন বিপাশা। কয়েক দিন আগেই মা হয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট।
রণবীর এবং আলিয়ারও মেয়ে হয়েছে। এবার আবার নতুন সুখবর দিলেন বিপাশা-করণ জুটি।
এর আগে, অন্তঃসত্ত্বা হওয়ার এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই প্রকাশ করেছিলেন অভিনেত্রী বিপাশা বসু। ইনস্টাগ্রামে বিপাশার প্রকাশ করা ছবিতে দেখা যায়, অনাগত সন্তানকে পরম যত্নে দুই হাত দিয়ে আগলে রেখেছেন তিনি (অভিনেত্রী বিপাশা বসু)। ঢিলেঢালা সাদা শার্টে তার চেহারায় মাতৃত্বের আভা দেখা গিয়েছিলো। অভিনেত্রী বিপাশা বসুর সাথে লেন্সবন্দি হয়েছিলেন স্বামী করণ সিং গ্রোভার। কখনো তিনি স্ত্রীর (অভিনেত্রী বিপাশা বসু) বেবি বাম্প ছুঁয়ে রয়েছেন, কখনো কখনো আবার চুমু এঁকে দিচ্ছেন সেখানে।
ছবি দিয়ে অভিনেত্রী বিপাশা বসু লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়। এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরো একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তারপর একে অপরকে খুঁজে পাই। তখন দুজন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দুজনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে। তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব।’
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description