• Tuesday, 31 January 2023

কঙ্গোতে ২৭২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে, জানিয়েছে সরকার

কঙ্গোতে ২৭২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে, জানিয়েছে সরকার

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সরকার স্থানীয় সময় গত সোমবার জানিয়েছে, ‘সে দেশের পূর্বাঞ্চলীয় শহর কিশিশে গত সপ্তাহে ২৭২ জন বেসামরিক নাগরিক নির্বিচারে হত্যার শিকার হয়েছে।’

সংবাদ মাধ্যেম রয়টার্স জানিয়েছে, ‘এর আগে ওই শহরে ৫০ জন নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডের জন্য এম২৩ বিদ্রোহীগোষ্ঠীকে দায়ী করছে কঙ্গোর সরকার। এম২৩ বিদ্রোহীগোষ্ঠী অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।’

জাতিসংঘ গত সপ্তাহে জানিয়েছিলো, গত ২৯ নভেম্বর কিশিশে এম২৩ বিদ্রোহীদের সঙ্গে স্থানীয় মিলিশিয়াদের সংঘর্ষ চলা অবস্থায় বহুসংখ্যক বেসামরিক হতাহতের শিকার হয়েছে। তবে, জাতিসংঘের তরফ থেকে হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি।

কঙ্গোর অশান্ত পূর্বাঞ্চলে কয়েক মাস যাবৎ এ দেশটির দেশটির সেনাবাহিনীর সাথে টুটসিদের নেতৃত্বাধীন বিদ্রোহীগোষ্ঠী এম২৩-র লড়াই চলছে। এবার সেখানে প্রায় পৌনে তিনশ’ মানুষ নিহতের খবর জানানো হলো। -সূত্র : রয়টার্স

comment / reply_from