
কক্সবাজারে বায়ুবিদ্যুৎ কেন্দ্রের টারবাইন নির্মাণকাজ বন্ধ
মোহাম্মদ আমিন উল্লাহ,কক্সবাজার:
কক্সবাজার বায়ুবিদ্যুৎ কেন্দ্রের টারবাইন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন স্হানীয়রা।ব্যাক্তিমালীকানাধীন জমি অবৈধভাবে দখল করে নির্মান কাজ পরিচালনা, লবন চাষের জমি ভরাট করার অভিযোগ এনে আদালতে মামলা করেছেন জমির মালীকেরা।
আদালত মামলা আমলে নিয়ে নিষেধাজ্ঞা জারী করিলে,ইউএস - ডিকে গ্রিন এনার্জি নামক একটি বেসরকারী কোম্পানি নির্মানকাজ অব্যাহত রাখে।রোববার জমির মালীকদের বাঁধার মুখে কাজ বন্ধ করে চলে যান কোম্পানির লোকজন।
নবায়নযোগ্য জ্বালানী থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে বায়ু শক্তিকে কাজে লাগানোর উদ্ধ্যেগ নিয়েছে বর্তমান সরকার । এর অংশ হিসেবে দেশের বৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে ককসবাজার সদর উপজেলার খুরুশকুলে প্রায় ৯০০ কোটি টাকা ব্যায়ে পাঁচ একর জমির উপর নির্মিত হচ্ছে ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি।
জমির মালিকেরা জানান, তাদের মামলার পরিপেক্ষিতে বিরোধপূর্ন জ মিতে কোন ধরনের স্হাপনা না করতে নিষেধাজ্ঞা জারী করেন ককসবাজার সিনিয়র সহকারী জজ আদালত ৩ জানুয়ারী ।
জানা গেছে চীনা প্রতিষ্ঠান এসপিআইসি উইলিং পাওয়ার কর্পোরেশনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছে ইউএস- ডিকে গ্রিন এনার্জি ( বিডি)। এ প্রকল্পের আওতায় খুরুশকুল, পিএমখালী ও চৌপলদন্ডি ইউনিয়নে মোট ২২ টি উইন্ড টারবাইন ১১০ মিটার উঁচু টাওয়ারের ওপর স্হাপনা করা হচ্ছে ।
এর পাখাগুলি বাতাসের শক্তিতে ঘুরে বায়ুশক্তিকে বিদ্যুতে পরিণত করবে।বাতাসের বিপরীতে এগুলো অনেকটা বিমানের ডানার মত কাজ করবে। কক্সবাজার সদর মডেল থানার এ এস আই সুরেজ বড়ুয়া বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিরোধপূর্ন জায়গায় তারা কাজ করেছেন
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description