
ককসবাজারে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে ২২ টি গরু জব্দ
মোহাম্মদ আমিন উল্লাহ,ককসবাজার প্রতিনিধি: ককসবাজারের রামু থানার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে মায়ানমার থেকে পাচারকৃত ২২ টি গরু জব্দ করেছে গর্জনিয়া ফাঁড়ির পুলিশ।
বাংলাদেশ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে মায়ানমার থেকে অবৈধ পথে আনা গরু পাশাপাশি কয়েকটি বাজারে বিক্রি করার উদ্ধেশ্যে নিয়ে যাওয়ার পথে ২ জানুয়ারী বিকালে রামু উপজেলা জোয়ারিয়া নালা পূর্ব পাড়া এলাকা থেকে এসব গরু জব্দ করা হয় বলে জানিয়েছেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মাসুদ রানা তিনি আরও জানান, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসনের দিক নির্দেশনায় এ অবৈধ গরুগুলো জব্দ করতে সক্ষম হয় ।
বিকেলে জব্দ করে পাহাড়ি জনপদ দিয়ে গর্জনিয়াপুলিশের নিয়ন্ত্রণে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। স্হানীয় চেয়ারম্যান আবু মোহাম্মদ ঈসমাইল এ প্রতিবেদককে জানান, রামু গর্জনিয়া পুলিশের ঘুম হারাম করে তীব্র শীতে গরুগুলোকে বাঁচাতে ফাঁড়ির সব পুলিশ ব্যাস্ত হয়ে পড়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description