ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যোগাযোগ এখনো চালু রয়েছে

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, ‘ইউক্রেনে যুদ্ধ সত্ত্বেও ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যোগাযোগের পথ খোলা রয়েছে। নিউইয়র্কে বক্তৃতা দেওয়ার সময় সুলিভান বলেছেন, ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ রক্ষা করার বিষয়টি যুক্তরাষ্ট্রের 'স্বার্থে'।’
তবে তিনি জোর দিয়ে এ-ও বলেন, ‘কার সঙ্গে লেনদেন করছেন সে সম্পর্কে মার্কিন সরকারি কর্মকর্তাদের ধারণা স্বচ্ছ।’
জ্যাক সুলিভান ইউক্রেনে পারমাণবিক উত্তেজনা প্রতিরোধে রাশিয়ার সাথে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন এমন প্রতিবেদন নাকচ করতে হোয়াইট হাউস অস্বীকার করার মধ্যে এ খবর এলো।
প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘সুলিভান তার রুশ প্রতিপক্ষ রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ এবং ক্রেমলিনের জ্যেষ্ঠ পররাষ্ট্র নীতি সহযোগী ইউরি উশাকভের সঙ্গে গত কয়েক মাস ধরে গোপন আলোচনা চালাচ্ছেন।’
ঊর্ধ্বতন কর্মকর্তারা পত্রিকাটিকে বলেছেন, ‘তারা ইউক্রেনের যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি হ্রাস করার উপায় নিয়ে আলোচনা করেছিলেন। তবে তারা সংঘাত অবসানের কোনো উপায় নিয়ে আলোচনা করেননি।’
গত মাসে জ্যাক সুলিভান বলেছিলেন, ‘কোনো পারমাণবিক অস্ত্রের ব্যবহার রাশিয়ার জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে। তিনি মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসিকে বলেছেন, জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা রুশ কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় সম্ভাব্য মার্কিন প্রতিক্রিয়ার মাত্রা কেমন হবে তা তুলে ধরেছেন।’
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন ওই খবরটির সত্যতা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ‘লোকে অনেক কিছুই বলে। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অভিযোগ করেন, পশ্চিমা সংবাদপত্রগুলো রাজ্যের গালগল্প ছাপে।’ -সূত্র: বিবিসি
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description