
ওমানে বাঁশখালীর প্রবাসী যুবকের মৃত্যু
মোহাম্মদ ছৈয়দুল আলম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যের ওমানে স্ট্রোকে ইন্তেকাল করেছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলা এক প্রবাসী যুবক।যুবকের নাম মোহাম্মদ বোরহান উদ্দীন (৩৫) গত ২০ নভেম্বর সকলে কর্মস্থালে না যাওয়ায়, তারসহ পাটিরা বাসায় গিয়ে দেখেন তার মৃত্যু দেহ স্বাভাবিক ঘুমে মতেই পড়ে আছে।
জানা যায়, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা গ্রামের পতু উকিল বাড়ীর মৃত্যু আবু তাহের সওদাগরের ছেলে মোহাম্মদ বোরহান উদ্দীন, তাঁহার পরিবারে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছেন। স্থানীয় মুফিজুর রহমান জানান, ভাগ্য বদলাতে প্রবাসা যান কয় মাস আগে দেশে সফল করে আবার প্রবাসে যান বোরহান। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কয় মাস না যেতে চলে গেলেন না ফেরার দেশে। বোরহান ওমান সুরে একটি সবজির দোকানে কর্মজীবী ছিলেন। তাঁহার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন ওমান প্রবাসী ও বাঁশখালী আটোরিক্সা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description