ঐশ্বরিয়া রাই’র জাল পাসপোর্ট উদ্ধার, গ্রেপ্তার ৩

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি জাল পাসপোর্টসহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেটার নয়ডা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে জানা যায়। ওই প্রতিবেদন অনুসারে, একটি ওষুধ কোম্পানির নামে প্রতারণার সাথেও জড়িত ছিল এই চক্র।
সূত্র থেকে জানা যায়, যে পাসপোর্টটি পুলিশ উদ্ধার করেছে তাতে ঐশ্বরিয়া রাই রঙিন ছবি ব্যবহার করা হয়েছে। আর এতে ঐশ্বরিয়ার ঠিকানা দেওয়া হয়েছে গুজরাট। এর জন্ম তারিখ দেয়া হয়েছে ১৮ এপ্রিল, ১৯৯০। আর এ পাসপোর্টটি নকল বলেই ধারণা করছে পুলিশ।
প্রতিবেদনে জানা যায়, এই প্রতারক চক্রের বিরুদ্ধে এক কোটি ৮০ লাখ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের সময় ৩০০০ ডলার (আড়াই লাখ রুপি) ও প্রায় ১১ কোটি রুপির জাল টাকাসহ ১০,৫০০ পাউন্ড উদ্ধার করা হয়েছে এই চক্রের কাছ থেকে।
জানা যায়, এই প্রতারক চক্রটি ম্যাট্রিমোনিয়াল সাইটের প্রতিনিধি সেজে প্রতারণা করেছে। এছাড়া, বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেজে প্রতারণার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অ্যাবট ফার্মাসিউটিক্যালস কোম্পানিসহ অন্যান্য কোম্পানির প্রতিনিধি হিসেবে চক্রটি জালিয়াতি করছে বলে পুলিশ জানিয়েছে। স্তন ক্যান্সারের ওষুধ তৈরির জন্য কোলানট ক্রয়ের ব্যাপারেও একজন অবসরপ্রাপ্ত কর্নেলের সাথে প্রতারণা করেছিল তারা।
এই প্রথম নয় যে ঐশ্বরিয়া রাই জাল পাসপোর্ট উদ্ধার হয়েছে। এর আগে, গত ২০১২ সালেও গুজরাট থেকে ঐশ্বরিয়ার নামসহ একটি পাসপোর্টের কপি উদ্ধার করা হয়েছিল। আর সেটিতে অভিনেত্রীর জন্মস্থান দেওয়া ছিল কর্ণাটকের ব্যাঙ্গালোরে। পুলিশ খতিয়ে দেখছে এই প্রতারনা চক্রের কাছে ঐশ্বরিয়ার পাসপোর্ট কেন ও তারা এটি দিয়ে মুলত কি করার চেষ্টা করছিলো। -সূত্র : হিন্দুস্তান টাইমস
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description