
এমপি হতে চান মাহিয়া মাহি
ডেস্ক রিপোর্ট.
ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য হতে নৌকার মনোনয়ন চান অভিনেত্রী মাহিয়া মাহি। ইতোমধ্যে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে তিনি গণসংযোগও শুরু করেছেন। এ কারণে আগামী ২৯ ডিসেম্বর বিকালে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন কিনবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ব্যাপারে বাংলাদেশ প্রতিদিনকে মাহিয়া মাহি বলেন, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবো। রাজশাহীতে আমার বাড়ি হলেও চাঁপাইনবাবগঞ্জেও আমাদের বাড়ি রয়েছে। এই দুই জেলার মানুষ ইতিমধ্যে আমাকে আপন করে নিয়েছে। ঠিক তেমনই তাদের প্রতিও রয়েছে আমার ভালোবাসা। আমি মানুষের সেবা করতে চাই। এই অঞ্চলের মানুষ চায়, আমি নির্বাচনে অংশ নেই এবং আমি তাদের পাশে থাকি।
মাহির স্বামী রাকিব সরকার গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। তার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, এখন তার ইচ্ছা নেই। ভবিষ্যতে হয়তো গাজীপুর থেকেই তাকে নির্বাচনে দেখতে পাবেন।
আওয়ামী লীগের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, যদি আমি আওয়ামী লীগের প্রতীক না পাই, তাহলে দলের জন্য কাজ করে যাবো। তবুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবো না।
গত ২২ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় এমপি হারুনুর রশীদ। বিএনপির ছেড়ে দেওয়া পাঁচ সংসদীয় আসনের মতই চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনেও উপ নির্বাচন হবে ১ ফেব্রুয়ারি।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description