
এবার জামায়াতের আমিরকে তুলে নেওয়ার অভিযোগ
এবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাঁকে ঢাকার বাসা থেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ জামায়াতে ইসলামীর।জামায়াতে ইসলামীর এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ডিবির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জামায়াতে ইসলামী বলছে, শফিকুর রহমানকে নিয়ে যাওয়ার সময় ডিবি পরিচয় দেওয়া লোকজন বাসা তছনছ করেন। বাসার সবার মুঠোফোন কেড়ে নেওয়া হয়।১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকার বিভাগীয় গণসমাবেশে ১০ দফা দাবি দেয় বিএনপি। একই দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, যুগপৎ আন্দোলনের ঘোষণা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে প্রচণ্ড অস্থির করে তুলেছে। এ জন্যই তারা জামায়াতের আমিরকে তুলে নিয়ে গেছে। এটা চরম অন্যায়, রাজনৈতিক দেউলিয়া ও বাড়াবাড়ি। অপমানজনক পরাজয়ের মধ্য দিয়ে সরকারকে চূড়ান্ত জবাব দেবে জনগণ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description