
উল্লাপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত
মির্জা হুমায়ূন, সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হীরা হোসেন রাজ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা পশ্চিম বাজার এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত হীরা হোসেন রাজ উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে। নিহত হীরা হোসেন রাজ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষার্থী বলে জানা যায়
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান দৈনিক তৃতীয় মাত্রাকে জানান , বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলে করে হীরা হোসেন রাজ উল্লাপাড়া পৌর সদর থেকে পূর্ব দেলুয়ায় আসছিলেন। এ সময় অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ঘাতক পরিবহনকে সনাক্তের চেষ্টা চলছে। এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description