
উলিপুরে দূর্গম চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ
মুরাদ হোসেন মন্ডল, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ১শ' ১০জন অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও ১০জন শিশু শিক্ষার্থীকে জ্যাকেট উপহার দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদী বেষ্টিত দূর্গম চরাঞ্চল গুজিমারীতে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।কম্বল হাতে পেয়ে হাসিমুখে আছিয়া বেওয়া, নুরজাহান, জয়গুন বেওয়াসহ অনেকেই বলেন- হামরা জারতে(শীত) কাহিল হয়ে গেছলং বাহে, পুলিশ হামাক কম্বল দিছে, এলা হামরা গরমোত থাকমো। হামরা দোয়া করি আল্লাহ ওমারগুলের ভাল করবে।
এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রুহুল আমীন,এসআই মশিউর রহমান, এএসআই লতিফুল খবির, সিএনআই প্রতিবেদক জাহিদ হাসান, ভোরের পাতার আব্দুল মালেক প্রমুখ
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description