
উজিরপুরে অভিযানে ১৭২০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ উজিরপুরে ইচলাদি বাস স্ট্যান্ড থেকে ১৭২০ পিছ ইয়াবাসহ মো.মাছুম আকন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৫ ডিসেম্বর দুপুর ১ টার সময় উপজেলার ইচলাদি বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে এক্সক্লুসিভ বাস কাউন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাছুম আকন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের আব্দুল মান্নান আকনের ছেলে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণের এস আই ইসতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইচলাদি বাস স্ট্যান্ডের পশ্চিম মাদক চোরাকারবারীরা ইয়াবার একটি চালান লেন দেন করবে এমন সংবাদের ভিত্তিতে
সেখানে অভিযান পরিচালনা করে মাছুম আকনকে গ্রেফতার করে তল্লাশীর সময় তার পরিহত জ্যাকেটের পকেটে ১৭২০ পিছ ইয়াবা উদ্ধার করি।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description