
ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় ২ জন নিহত
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেপরোয়া ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ৯ নভেম্বর বুধবার সন্ধার পর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরোচাটি এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ময়মনসিংহগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহী পড়ে যায়। তাদের মধ্যে দুইজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর মোটরসাইকেল চালককে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহত দুইজন হলেন, উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের মো. জাবেদুলের ছেলে আলমগীর (২৫)। এবং শহীদুল্লাহর ছেলে ইলিয়াস সানি ইউসুফ (৩০)। সে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আর আহত নাঈম (২৬) একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লাশের সুরতহাল করা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description