
ইয়াবা ও ফেনসিডিলসহ সিরাজগঞ্জে দুই মাদক কারবারি আটক
মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সদস্যরা।
শনিবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান। আটক কৃত মাদক কারবারি হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কল্যাণী উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. রনি শেখ (২৩) ও রংপুর জেলার গঙ্গাচরা
থানার জয়রাম গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে মো. সুজন মিয়া (৩০)।সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলা ধীন কালিয়া
হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ৯০ পিচ ইয়াবাসহ মো. রনি শেখকে আটক করা হয়েছে। অন্য দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেনসিডিলসহ সুজন মিয়াকে আটকসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।তিনি আরও বলেন , মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ কে ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথকভাবে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description