
ইসলামপুর ছাত্রলীগে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ওসমান হারুনী,জামালপুরঃ
বাংলাদেশ ছাত্রলীগের গৌরব,ঐতিহ্য ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী জামালপুরের ইসলামপুরে বিশাল বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।বুধবার উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে স্হানীয় ঐতিহাসিক বটতলা চত্বরে এসে শেষ হয়।
পরে বটতলা চত্বরে মঞ্চে উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক সরদার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতিনশাওন সরকার, ইসলামপুর শহর ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শাকিল, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ অনেকেই বক্তব্য রাখেন।
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ,উপজেলা,ইউনিয়ন ও বিভিন্ন কলেজ শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলহাজ মিয়া।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description