
ইসলামপুরে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড প্রচারে উঠান বৈঠক অনুষ্ঠিত
ওসমান হারুনী, ইসলামপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সর্বসাধারণের মাঝে তুলে ধরার লক্ষে জামালপুরেরে ইসলামপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের পূর্ব বোলাকীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ডা:খোরশেদুজ্জামান মিশ্রি
মিয়া কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্ট্র্রী বিশিষ্ট সমাজ সেবক এস.এম.শাহীনুজ্জামান শাহীন। বোলাকীপাড়া হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য হামিদ সরকারের সভাপতিত্বে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এতে আলোচনা সভায় ইসলামপুর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নূর ইসলাম নুর, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শহিদুর রহমান কালু, গোয়ালের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হক, আলহাজ্ব সুরুজ মাস্টার, গোয়ালেরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার সাবেক যুবলীগ সভাপতি মোলায়েম আকন্দ মন্টু, গোয়ালেরচর ইউপি ৩নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম, বোলাকীপাড়া নূরের মদিনা দারুসসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক ফরিদ বেপারীসহ অনেকেই বক্তব্য রাখেন। উঠান বৈঠকটি পরিচালনা করেন
মুফতি ওসমান গণি।
উঠান বৈঠকে বক্তারা গ্রামকে শহর করার লক্ষে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থাউন্নয়নে রাস্তা ঘাট, ব্রীজ-কালভার্টসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক
কর্মকান্ড তোলে ধরেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description