ইরানের বিক্ষোভে ৫৮ জন শিশু নিহত

ইরানে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর জেরে সৃষ্ট বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ৫৮ জন শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। এরমধ্যে অনেকের বয়স আট বছরেও কম। দুই মাস আগে নৈতিকতা পুলিশের হেফাজতে ওই তরুণী নিহত হওয়ার পরে থেকে অব্যাহত রয়েছে এ বিক্ষোভ।
গত মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয় যে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএ) জানিয়েছে, দেশের বিভিন্ন শহরে নিহত হওয়া ১৮ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৪৬ জন ছেলে ও ১২ জন মেয়েশিশু রয়েছে।
ওই খবরে বলা হয়, শুধু গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর আক্রমণের শিকার হয়ে ৫জন শিশু নিহত হয়। এদের মধ্যে নয় বছর বয়সী এক শিশুর নাম কিয়ান পিরফালাক। এছাড়া, এ দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজেহ শহরে গত বুধবার ১৩ বছর বয়সী এক শিশু নিহত হয়।
কিয়ানের পরিবার অভিযোগ করেছে যে, নিরাপত্তা বাহিনী তাদের পারিবারিক গাড়িতে গুলি ছুড়লে ওই শিশুটি নিহত হয়। অবশ্য ইরানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে, ‘সন্ত্রাসীদের’ গুলিতে ওই শিশু মারা যায়। -সূত্র: গার্ডিয়ান
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description