ইমরান খানের শারিরীক অবস্থা স্থিতিশীল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বন্দুক হামলায় আহত হওয়ার পরে এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইমরান খানের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাঃ ফয়সাল সুলতান এ তথ্য জানিয়েছেন।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় ফয়সাল সুলতান বলেন, ‘বেশ কিছু গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা করানো হয়েছে ইমরান খানের। এক্স-রে ও স্ক্যানের মাধ্যেমে তার পায়ে বুলেটের টুকরা সনাক্ত করা হয়েছে এবং তার টিবিয়া হাড় কাটা পাওয়া গেছে।’
ফয়সাল সুলতান আরও বলেন, ‘ইমরান খানের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সার্জন, অর্থোপেডিকস এবং অন্যান্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা প্রস্তুত আছেন।’
আজ শুক্রবার (৪ নভেম্বর) পিটিআই নেত্রী চিকিৎসক ইয়াসমিন রশিদ বলেন, ‘ইমরানের এক পায়ে দুটি গুলি লেগেছে। পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি টুইট করে বলেছেন, দলীয় প্রধান ইমরান বর্তমানে শঙ্কামুক্ত।’
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরানের নেতৃত্বাধীন লংমার্চে গত বৃহস্পতিবার গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ইমরান খানের পায়ে গুলি লাগে। পায়ে গুলিবিদ্ধ ইমরান খানকে লাহোরের শওকত খানুম হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। -সূত্র : ডন, জিও নিউজ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description