• Tuesday, 07 February 2023
ইন্দোনেশিয়ায়  রোহিঙ্গার আরও একটি নৌকা

ইন্দোনেশিয়ায় রোহিঙ্গার আরও একটি নৌকা

ডেস্ক রিপোর্ট.

সপ্তাহখানেক আগে সমুদ্রে ভাসমান অন্তত ১৯০ রোহিঙ্গাকে উদ্ধারে জাতিসংঘ যে আহ্বান জানিয়েছিল, এটিই সেই নৌকা কি-না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মাসখানেক ধরে সাগরে ভেসে থাকার পর ইন্দোনেশিয়ায় পৌঁছেছে রোহিঙ্গা শরণার্থীদের একটি দল। সোমবার (২৬ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশের একটি সৈকতে অবতরণ করেছে।স্থানীয় কর্মকর্তাদের বরাত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। এর আগে, রবিবার ৫৮ রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা আচেহ প্রদেশের বেসার জেলায় পৌঁছায়। তবে, সপ্তাহখানেক আগে সমুদ্রে ভাসমান অন্তত ১৯০ রোহিঙ্গাকে উদ্ধারে জাতিসংঘ যে আহ্বান জানিয়েছিল, এটিই সেই নৌকা কি-না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

comment / reply_from