ইনজামাম বললেন ‘বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ হারালো পাকিস্তান’

ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ হয়েছে শক্তিশালী দল পাকিস্তান। যে দলটি সুপার টুয়েলভ থেকেই বাদ পড়তে যাচ্ছিলো, সেই দল কপালগুণে তারা পৌঁছে যায় সেমিফাইনালে। সেখান থেকে ফাইনালে উঠে ট্রফি উঁচিয়ে ধরতে না পেরে হতাশায় মূহ্যমান পাকিস্তান ক্রিকেট। সাবেক অধিনায়ক ইনজামাম উল হকও ট্রফি জিততে না পারার হতাশায় ভুগছেন। তবে, দলের হার না মানা মানসিকতা দেখে তিনি খুব মুগ্ধ।
নিজের একটি ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেছেন, ‘আমরাও ১৯৯৯ বিশ্বকাপ ফাইনালে হেরেছিলাম। আমি জানি, ওই হারের পর আমাদের দিন কীভাবে কেটেছিল। তাই আমি বুঝতে পারছি, এই ছেলেরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ের অনুভূতিও আমি জানি। বিশ্বকাপ জিতলে কেমন লাগে আর বিশ্বকাপের ফাইনালে হারলে কেমন লাগে, সবই আমার জানা। মানুষও এটা এখন বুঝতে পারছে।'
১৯৯৯ এর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে শিরোপা হারিয়েছিলো পাকিস্তান। এবারও তারা দারুণ লড়াই করে হারলো ইংল্যান্ডের কাছে। ইনজামাম আরও বলেন, 'এটা কিছুটা হতাশার যে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ ছিল কিন্তু তারা জিততে পারেনি। আমাকে অবশ্যই ছেলেদের প্রশংসা করতে হবে। ১৫তম ওভার পর্যন্ত ভালো খেলেছে পাকিস্তান। কিন্তু শেষ পাঁচ ওভারে অতিরিক্ত ২০-২৫ রান করতে ব্যর্থ হয় তারা।'
মাত্র ১৩৭ রানের পুঁজি নিয়ে পাকিস্তানি বোলাররা দুর্দান্ত লড়াই করেছেন বলে তিনি জানান। শেষদিকে, শাহিন শাহ আফ্রিদি চোট না পেলে লড়াই আরও বেশি জমে যেত। তাই, বোলারদের প্রশংসাই করেছেন ইনজামাম, 'আমার বিশ্বাস, ১৬০ এবং ১৭০ এর মধ্যে সংগ্রহ লড়াইয়ের হতো। এমন পুঁজি তাড়া করতে গিয়ে অনেক চাপে থাকত ইংল্যান্ড। পাকিস্তানি বোলাররা দারুণ চেষ্টা করেছে। ভালো ব্যাপার হলো, তাদের শরীরী দারুণ ছিল। পাকিস্তানও ম্যাচ জিততে পারত। লোকজন ১৯৯২ বিশ্বকাপের পুনরাবৃত্তির কথা বলছিল এবং আমি বিশ্বাস করি যে পাকিস্তান জিততে পারত।'
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description