
ইটনায় ২০ কেজি গাঁজার চালান সহ যুবক আটক
মোজাহিদ সরকার, ইটনা, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের ইটনায় ২০ কেজি গাঁজার চালান সহ একজন কে আটক করেছে ইটনা থানা পুলিশ।
০৪ ডিসেম্বর (সোমবার) সকালে ইটনা থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা'র নির্দেশে এসআই মোঃ আব্দুল জব্বার ও সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান চেকপোস্ট ডিউটি পরিচালনা করার সময় থানাধীন বিশ্বরোড জিরো পয়েন্ট এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ একজন কে আটক করা হয়।
গাঁজা সহ আটককৃত আসামি হবিগঞ্জ জেলার চুনারুঘাট ইকরতলি (হাপ্টার হাওর) এলাকার মোঃ খোরশেদ মিয়ার ছেলে মোঃ রফিক মিয়া(৩১)। উল্লেখ্য যে, তল্লাশি চালানোর সময় কৌশলে দুইজন পালিয়ে যায়, উনারা হলেন একই এলাকার সুমন মিয়া এবং টাইগার।
ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে ইটনা থানার পুলিশ সর্বদাই অভিযান চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান চেকপোস্ট বসিয়ে ২০ কেজি গাঁজাসহ একজন কে আটক করা হয়েছে এবং যাহার আনুমানিক মূল্য ০৬ (ছয় লক্ষ) টাকা। তিনি আরও জানান, ইটনা থানায় মামলা দায়ের করা হচ্ছে এবং মাদকসহ আটককৃত ব্যক্তিকে আগামীকাল কোর্টে পাঠানো হবে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description