
ইটনায় বিনামূল্যে সার-বীজ পেলেন প্রায় দেড় হাজার কৃষক
মোজাহিদ সরকার, ইটনা, কিশোরগঞ্জ:
চলতি রবি মৌসুমে প্রণোদনা কার্যক্রমের আওতায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার প্রায় দেড় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। ২২ নভেম্বর (মঙ্গলবার) সকালে ইটনা উপজেলায় কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলার ০৯টি ইউনিয়নের কৃষকদের মাঝে এসব সার-বীজ তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মাহাবুব ইকবাল বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনায় প্রতি ইঞ্চি জায়গা ব্যবহারের জন্য নতুন জাত সম্প্রসারণের মাধ্যমে ফলন বৃদ্ধির জন্য কৃষকদের কাছে সার-বীজ বিতরণ করা হলো।
তিনি আরও জানান, প্রত্যেক কৃষক পাচ্ছেন এক কেজি সরিষার বীজ যার সাথে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, এছাড়াও প্রত্যেক কৃষক ২০ কেজি গম বীজ যার সাথে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, প্রত্যেক কৃষক কে ২ কেজি করে হাইব্রিড ধান দেওয়া হয়েছে।
এসময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description