ইউক্রেনে এক লাখেরও বেশি রুশ সৈন্য হতাহত: যুক্তরাষ্ট্র

ইউক্রেন আক্রমণের পর থেকে প্রায় এক লাখ রুশ সৈন্য হতাহত হয়েছে বলে জানা যায়। গত বুধবার শীর্ষ মার্কিন জেনারেল মার্ক মিলি এক মন্তব্যে এ তথ্য জানিয়েছেন। তার মতে, কিয়েভের সশস্ত্র বাহিনীও 'সম্ভবত' একই পরিমাণে হতাহত হয়েছে।
মার্ক মিলি নিউইয়র্কের ইকোনমিক ক্লাবে মন্তব্যে বলেছেন, 'আপনি ভালোভাবে দেখেছেন এক লাখ রাশিয়ান সৈন্য নিহত ও আহত হয়েছে। সম্ভবত ইউক্রেনের অবস্থাও একই।'
মার্ক মিলির দেয়া পরিসংখ্যান নিশ্চিত করা যায়নি। তবে, আট মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পাওয়া এখন পর্যন্ত সবচেয়ে বেশি হতাহতের অনুমান এটি।
যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে এবং রাশিয়া বা ইউক্রেনের পক্ষে সামরিক বিজয় সম্ভব নাও হতে পারে বলে মন্তব্য করেন এই মার্কিন জেনারেল।
মার্ক মিলি বলেছেন, 'একটি পারস্পরিক স্বীকৃতি থাকতে হবে যে সামরিক বিজয় সম্ভবত শব্দের সত্যিকার অর্থে সামরিক উপায়ে হয়তো অর্জন করা যায় না। তাই, অন্য উপায়ে ফিরে যেতে হবে।'
দক্ষিণ ইউক্রেনের খেরসন শহর থেকে রাশিয়া তার সৈন্যদের প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর মিলির এ মন্তব্য সামলে এলো। মস্কোর সামরিক অভিযানের জন্য এটি একটি বড় ধাক্কা।
তবে, কিয়েভের কর্মকর্তারা সতর্কতার সাথে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘রাশিয়ান সেনাবাহিনী যুদ্ধ ছাড়াই কৌশলগত শহর ছেড়ে যাওয়ার সম্ভাবনা কম ছিল।’ অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘পশ্চাদপসরণ প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্রে মস্কোর 'প্রকৃত সমস্যা' আছে।’ -সূত্র : এনডিটিভি
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description