ইউক্রেনের যতদিন প্রয়োজন সহায়তা দিতে চান বাইডেন ও ম্যাখোঁ

ইউক্রেনের যত দিন প্রয়োজন থাকবে তত দিনই সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার হোয়াইট হাউসে তাঁদের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এমন অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
সংবাদ সংস্থা আলজাজিরা জানিয়েছে, ‘ইউক্রেনে যুদ্ধাপরাধের ঘটনায় রাশিয়াকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসারও অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।’
এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ অঙ্গীকার করেছেন বলে জানা গেছে।
যৌথ ওই বিবৃতিতে তাঁরা (মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ) বলেছেন, ‘যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর ওপর হামলার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। ইউক্রেনের প্রতি যে সমর্থন রয়েছে, সেই অবস্থান থেকে পিছু না হটার অঙ্গীকারও করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
ওই বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে সহায়তা অব্যাহত রাখবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। -সূত্র : আলজাজিরা
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description