
ইউএনও'র হস্তক্ষেপে পরিবার ফিরে পেলেন মাদ্রাসার ছাত্র
মোজাম্মেল হোসেন রিয়াজ:
চাটখিলের ইউএনও'র হস্তক্ষেপে পরিবার ফিরে পেলেন আলমগীর হোসেন নামের এক মাদ্রাসার ছাত্র। বিষয়টি ফেসবুক পোষ্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ইউএনও।
ফেসবুক পোষ্টটিতে লিখেছেন.
ছবিতে যে শিশুটিকে দেখা যাচ্ছে ওর নাম আলমগীর। বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলায়। শিশুটি একটি মাদ্রাসায় পড়ে। মাদ্রাসার হুজুরের ৭০০০ টাকা হারিয়ে যাওয়ায় শিশুটিকে সন্দেহ করে হুজুর পিটুনি দেয়। পিটুনি খেয়ে শিশুটি বাড়িতে চলে আসে। বাড়িতে তার বাবা মাদ্রাসা থেকে চলে আসায় আবার পি'টু'নি দেয় এবং মাদ্রাসায় যেতে বলে।
হুজুরের মারের ভয়ে শিশুটি মাদ্রাসায় না গিয়ে একটি বাসে উঠে চাটখিলে চলে আসে। সে জানে চাটখিলে তার খালার বাসা কিন্তু কোন গ্রাম বা ইউনিয়ন সেসব কিছুই জানে না। কয়েকজন তরুণ পথহারা অসহায় এই শিশুটিকে আমার কাছে নিয়ে আসে। বহু কষ্টে খুঁজে বের করে ছবিতে থাকা তার খালার কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করুন। শিশুদের ভালবাসুন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description