ইংল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ ছুড়েছিলো ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ ছুড়েছিলো ভারত। দুই ওপেনার ভালো না করলেও বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার ফিফটিতে তারা করেছে ৬ উইকেটে ১৬৮ রান। অ্যাডিলেইডের উইকেটে এমন স্কোর অবশ্যই চ্যালেঞ্জিং এর ব্যাপার। এবার দেখার ছিল, ইংল্যান্ড এ রান তাড়া করে ফাইনালের টিকিট পায় কি না।
অ্যাডিলেইডে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের ওপেনিং জুটি খুব বেশিক্ষণ টেকেনি। দলীয় ৯ রানেই ক্রিস ওকসের শিকার হয়েছেন লোকেশ রাহুল (৫)। অপর ওপেনার অধিনায়ক রোহিত শর্মাও ব্যর্থ হন। মাত্র ২৮ বলে ২৭ রানের ধীরগতির ইনিংস খেলে ক্রিস জর্ডানকে কাট করতে গিয়ে ওয়াইড লং অনে স্যাম কারেনের দারুণ ক্যাচে পরিণত হন। একপ্রান্ত আগলে দায়িত্বশীল ব্যাটিং করছিলেন জনপ্রিয় বিরাট কোহলি। পুরো টুর্নামেন্টে বিধ্বংসী ব্যাটিং করা সূর্যকুমার যাদবও আজ খুব একটা ভালো করতে পারেননি।
মিাত্র ১০ বলে ১ চার ১ ছক্কায় ১৪ রান করে আদিল রশিদের শিকার হয়েছেন। ডিপ কাভারে ফিল সল্ট ক্যাচটি নিতেই খুব উল্লাসে ফেটে পড়ে ইংলিশরা। এ খেলায় বড় উইকেট বলে কথা। এরপরে হার্দিক পান্ডিয়া নেমে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। খেলায় জুটি ছাড়িয়ে যায় পঞ্চাশ। বিরাট কোহলি ফিফটি তুলে নেন ৩৯ বলে। এরপরেই ক্রিস জর্ডানের করা ১৮তম ওভারের শেষ বলে সল্টের অসাধারণ ক্যাচে প্যাভিলিয়নের পথ ধরেন
বিরাট কোহলি। এছাড়া, হার্দিক ফিফটি তুলে নেন ২৯ বলে। শেষ ওভারে ঋষভ পন্থ (৬) আউট হন ।
পঞ্চম এবং ষষ্ঠ বলে ছক্কা-চার মারেন হার্দিক। শেষ বলটিও বাউন্ডারি পেরিয়েছিলো, কিন্তু, হার্দিক হিট উইকেট হয়ে যান। তাই কোনো রান যোগ হয়নি। আজকের এ খেলায় ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলে ভারত। ৩৩ বলে চার বাউন্ডারি ও পাঁচ ওভার বাউন্ডারিতে ৬৩ রানের ইনিংস খেলেন হার্দিক। ইংল্যান্ডের জর্ডান ৩ উইকেট নিলেও রান দিয়েছেন মাত্র ৪৩।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description