আসামে হাতির আক্রমণের ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

বুনো হাতির তাণ্ডবে একজন শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। হাতির আক্রমণের ঘটনায় আহত হয়েছেন আরও ২জন। গত বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলায়। হাতির আক্রমণের ঘটনায় দুইটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ‘ওই এলাকায় ৪২টি হাতির একটি পাল প্রবেশ করে। জেলার লখিপুর এলাকায় রাস্তা পার হচ্ছিল হাতিগুলো। আর সেই সময় আক্রমণ চালায় তারা। ওই হাতির দলটি একটি ব্যাটারিচালিত রিকশায় আক্রমণ চালালে রিক্সায় থাকা দুই জন যাত্রীর মৃত্যু হয়। এছাড়া, গুয়াহাটিগামী একটি গাড়িও হাতির আক্রমণের মুখে পড়ে। ওই গাড়িতে থাকা একজন ব্যবসায়ী যাত্রীর মৃত্যু হয়েছে।’
জানা যায়, হাতির আক্রমণের ঘটনায় রিকশায় থাকা রমানি রাভা নামের ২৯ বছরের এক যুবক এবং তার ১৭ মাসের শিশু কন্যার মৃত্যু হয়েছে। এ সময় রমানির স্ত্রী এবং পাঁচ বছরের ছেলে গুরুতর জখম হয়েছে। হাতির আক্রমণের ঘটনায় আহত এ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও জানা গেছে।
এছাড়া, ওই এলাকাটিতে এখনো হাতিগুলো ঘুরছে বলে জানিয়েছেন বন দপ্তরের কর্মকর্তারা। -সূত্র : আনন্দবাজার পত্রিকা
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description