
আশুলিয়া নবজাতকের লাশ উদ্ধার
খোকন হাওলাদার,আশুলিয়া:
ঢাকার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের পবনারটেক কলাবাগান নামক স্থানের গফুর চেয়ারম্যানের বোন জামাইর কলাবাগানের মাঝ থেকে শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে বেওয়ারিশ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, কলাবাগানের মাঝে এক টোকাই বোতল কুড়ানোর সময় একাট ব্যাগ তুলতেই বেরিয়ে আসে নবজাতক। ডাক চিৎকার করে টোকাই আশপাশের লোকজনকে ডাকতে শুরু করে। টোকাই'র ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনা স্থানে জরো হতে থাকে এবং ৯৯৯ নাম্বারে কলদিয়ে পুলিশকে বিষয়টি অবগত করা হয়।
স্থানীয়দের ধারণা, একদিন বয়সী ছেলে নবজাতকটি কাপড়ে মুড়িয়ে শপিং ব্যাগের ভেতর ভরে ফেলে যায় তার স্বজনরা। অপ্রত্যাশিত কিংবা ছেলে হয়ে জন্ম নেওয়ার কারণে তার এই পরিণতি হতে পারে।এ খবর পেয়ে ঘটনা স্থানে আশুলিয়া থানার পুলিশ কর্মকতা মোঃ আফজাল হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার স্থান পরিদর্শন করেন এবং নবজাতকের লাশটি উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য মর্গে পাঠান।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description