• Friday, 03 February 2023

আর্জেন্টিনা কোচ বললেন ‘বিশ্বকাপ জিততেই হবে এমন কোনো কথা নেই’

আর্জেন্টিনা কোচ বললেন ‘বিশ্বকাপ জিততেই হবে এমন কোনো কথা নেই’

সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। এটাই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। তাই, এ যাত্রায় মেসির হাতেই শিরোপা দেখতে চান এ দলটির সমর্থকরা। সবাইকে আবারও মাটিতে পা রাখার অনুরোধ জানালেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

তিনি বললেন, ‘বিশ্বকাপ জিততেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর্জেন্টিনার! তাদের লক্ষ্য, সুন্দর ফুটবল উপহার দেওয়া।’

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ আরও বলেছেন, 'আর্জেন্টিনার মতো জাতীয় দলের কোচ হলে চাপ নিতেই হবে। আর ফলটা প্রত্যাশানুযায়ী না হলে কী ঘটে, সেটাও জানি। নিজের চিন্তাভাবনা নিয়েও আমি পরিষ্কার। স্পষ্ট করে বলতে চাই, যেকোনো পরিস্থিতিতেই বিশ্বকাপ জয়ের বাধ্যবাধকতা কি আছে আমাদের? মোটেই না। এটা বিশ্বাস করলে আমরা ভুল ভাবছি। আমরা খুব ভালো কিছু দলের বিপক্ষে লড়ব। বিশ্বকাপটা উপভোগ করব। আমার মনে হয়, এই দলটা যেমন ফুটবল খেলে, তা দেখে আর্জেন্টাইন এবং বাকি ভক্তরাও খুশি হবেন।'

সেই গত ১৯৮৬ সালে প্রয়াত ম্যারাডোনার 'ঈশ্বরের হাত' আর্জেন্টিনাকে বিশ্বকাপ পাইয়ে দিয়েছিলো। তারপরে কেটে গেল ৩৬ বছর, ফেভারিট আর্জেন্টিনা আর বিশ্বকাপ শিরোপার দেখা পায়নি। এবার সেই আক্ষেপ ঘুচবে কি না- এ প্রশ্নে স্কালোনি বলেন, 'অন্যতম ফেভারিটরা সাধারণত বিশ্বকাপ জেতে না। অন্তত ৮ থেকে ১০টি দল বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে, এর মধ্যে বেশির ভাগই ইউরোপের। আমার মনে হয় ভালো বা খারাপ খেলার ওপর বিষয়টি নির্ভর করে না। সব কিছু ঠিক রাখাটা গুরুত্বপূর্ণ। আর এগুলো মিলিয়েই একটা দল বিশ্বচ্যাম্পিয়ন হয়। সে জন্য সেরা ফুটবল খেলার দরকার নেই কিংবা ফেভারিটও হতে হয় না।'

comment / reply_from