
আর্জেন্টিনার বিজয়ে নেত্রকোনাবাসীকে গরু খাওয়ানোর ঘোষনা
রাকিবুল ইসলাম লিমন, বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা.
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার বিজয়ে নেত্রকোনা বাসীকে গরু জবাই করে খাওয়ানোর ঘোষণা দিয়েছেন এক আর্জেন্টাইন সমর্থক। গত রাতে আর্জেন্টিনা ফ্রান্স খেলা শেষে এক বিজয় মিছিল শেষে এই ঘোষণা দেন বাংলাদেশ কেমি্স্ট্রস এন্ড ড্রাগিস্টস সমিতি নেত্রকোনা শাখার সভাপতি মোকশেদুল মোর্শেদ।
তিনি বলেন আমি আগেই ঘোষণা দিয়েছিলাম আর্জেন্টিনা বিজয়ী হলে গরু জবাই করে নেত্রকোনা বাসীকে খাওয়াবো, এখন যেহেতু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে তাই আমি আমার দেওয়া ওয়াদা রাখবো। দলমত মত নির্বিশেষে নেত্রকোনার সকল ফুটবল ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন এই প্রবীণ আর্জেন্টাইন সমর্থক।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট নেত্রকোনা জেলা শাখার সাধারন সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোনা জেলা শাখার সভাপতি রবিউল আওয়াল শাওন ও অমি। রবিউল আওয়াল শাওন বলেন ফুটবল প্রেমী আমার চাচা গরু জবাই করে সকল ক্রিড়া মোদীদের আপ্যায়ন করবে। শধু আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকই নয় যারা যারা আসবেন আমরা সকলে একত্রিত হয়ে আনন্দ উপভোগ করবো।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description