আর্জেন্টিনাকে স্তব্ধ করে দিয়েছে সৌদি আরব

আজকের ম্যাচের খেলায় বিরতির পরে পরপর দুই গোলে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দিয়েছে সৌদি আরব। এ খেলার বিরতির পরে ৪৮তম মিনিটে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেয় সৌদি আরব। ডিফেন্সের মারাত্মক ভুলের কারণে আল সেহেরির দারুণ গোলে ম্যাচে আসে সমতা। মাত্র পাঁচ মিনিট পরেই বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের শটে গোল করলেন সালেম আলদাওশারি।এতে, সৌদি এগিয়ে যায় ২-১ ব্যবধানে।
খেলার শুরু থেকেই মেরে খেলছিলেন সৌদি ফুটবলাররা। এ ম্যাচের অষ্টম মিনিটে কর্নার কিক পেয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসি কিক নেওয়ার সময় বক্সের মধ্যে লিয়ান্দ্রো পারদেসকে ধাক্কা ফেলে দেন আল বুলাইহি। এরপরেই ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দেন লিওনেল মেসি।
খেলার ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো আর্জেন্টিনা। সৌদির জালে বল পাঠিয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু, ভার-এর সাহায্যে তা বাতিল হয়।
লিওনেল মেসি অফসাইড হয়ে ছিলেন। ২৮তম মিনিটে আরও একটি গোল বাতিল হয় অফসাইডে। এবারও লাউতেরো মার্টিনেজ। খেলার ৩৫তম মিনিটে তৃতীয়বারের মতো অফসাইডের কারণে আবার আর্জেন্টিনার গোল বাতিল হয়। আবারও সেই একই লাউতেরো মার্টিনেজ অফসাইড হয়ে ছিলেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description