আরও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পেলো ইউক্রেন

পশ্চিমা সামরিক মিত্রদের কাছ থেকে আরও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। এসব অস্ত্র গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষা দেবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ।
আজ সোমবার ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ‘এনএএসএএমএস ও অ্যাস্পাইড আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনে এসেছে। এসব অস্ত্র সেনাবাহিনীকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং আমাদের আকাশকে আরো নিরাপদ করবে।’
ওলেক্সি রেজনিকভ আরও বলেন, ‘আমাদের লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করে যাব। আমাদের মিত্র নরওয়ে, স্পেন ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ।’
গত মাসে রাশিয়ার হামলায় ইউক্রেনের প্রায় এক-তৃতীয়াংশ বিদ্যুেতকন্দ্র ধ্বংস হয়ে গেছে। সরকার নাগরিকদের যতটা সম্ভব বিদ্যুত্সাশ্রয়ের আহ্বান জানিয়েছে।
কিয়েভ পৌর কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, ‘শহরের বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থার পরিস্থিতি এখনো অস্বাভাবিক। রাজধানীবাসীকে অতি জরুরি সময়েও বিদ্যুত্ ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে।’
সামাজিক মাধ্যমে বলা হয়, ‘এই অঞ্চলে সব বাসিন্দাকে বিদ্যুত বিভাগের কর্মীদের সমর্থন দিয়ে যাওয়ার অনুরোধ করছি। ’
শান্তি আলোচনা:
জার্মান সরকারের এক মুখপাত্র বলেছেন, ‘যুদ্ধ বিষয়ে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা কখন হবে, তা নির্ভর করছে ইউক্রেনের ওপর। ’ ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন ব্যাপারে তিনি এ মন্তব্য করেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শান্তি আলোচনায় যেতে উৎসাহিত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আগে বলেছেন, ‘পুতিন রাশিয়ার ক্ষমতায় থাকলে কখনো শান্তি আলোচনা হবে না।’
শস্য রপ্তানি কমেছে:
চলতি অর্থবছরে ইউক্রেনের শস্য রপ্তানি প্রায় ৩১ শতাংশ কমেছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। সর্বশেষ, মৌসুমে বছরের এই সময়ে ২ কোটি ছয় লাখ টন শস্য রপ্তানি হলেও এ বছর হয়েছে এক কোটি ৪৩ লাখ টন। গত ২০২১ সালে আট কোটি ৬০ লাখ টন শস্য উত্পাদন সম্ভব হলেও রাশিয়ার হাতে ভূমি হারানোর কারণে তা কমে হবে ৫ কোটি টনের কিছু বেশি। -সূত্র : বিবিসি ও আলজাজিরা।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description