
আমরা সারাদেশে সুনামের সঙ্গে কাজ করছি : সেনাপ্রধান
খুলনা প্রতিনিধি:
সেনাবাহিনী জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।অনন্য পেশাদারিত্ব প্রদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনী এই সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
আজ রবিবার (১ জানুয়ারি) দুপুর ২টায় খুলনার রূপসা উপজেলার জাবুসা এলাকায় বাহিনীর ৭ পদাতিক ডিভিশন সেনাদের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।সেনাপ্রধান শফিউদ্দিন বলেন, ‘শীতকালীন প্রশিক্ষণ বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের পাশাপাশি রণকৌশলগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।’এ সময় সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা উপস্থিত ছিলেন।
সেনা সদস্যদের প্রশিক্ষণ পরিদর্শন শেষে রূপসা উপজেলার দুই হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। পরে ওই উপজেলার পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের খেলার সরঞ্জাম উপহার দেন তিনি।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description