
আমতলীতে হিরোইনসহ ডিবির হাতে আটক ২
সাইদুর রহমান, আমতলী প্রতিনিধি:
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে হেরোইন সহ দু’জনকে আটক করা হয়েছে।
গতকাল রোজ শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডের সৈকত ফিলিং স্টেশনের পূর্ব পাশের ভাই ভাই ভাই ভাই ট্রেন্সপোর্টের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ১.শহিদুল তালুকদার (৫০) আমতলী উপজেলার চাওরা লোদা গ্রামের আবুবকর তালুকদারের ছেলে।২. মোঃ বেল্লাল হাওলাদার (৩৫) লোচা গ্রামের মোঃবারেক হাওলাদারের ছেলে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একদল চৌকস সদস্য আমতলী উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের সৈকত ফিলিং স্টেশনের পূর্ব পাশের ভাই ভাই ভাই ভাই ট্রেন্সপোর্টের সামনে থেকে ১১.৬ গ্রাম পুরিয়া হেরোইনসহ তাদেরকে আটক করেছেন।
এতে জব্দ করা ১১.৬ গ্রাম হিরোইনের মূল্য অনুমান ৩২ হাজার টাকা। বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description