
আমতলীতে বাস চাপায় শিশু নিহত
মোঃ সাইদুর রহমান,আমতলী (বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কর আমতলী চুনাখালী ব্রিজ সংলগ্ন ঢাকাগামী বাস চাপায় এক মাদ্রাসার ছাত্র নিহত হয়ছন।
নিহত শিশু ইয়াছিন (৬) স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রনীর ছাত্র। শনিবার (১৯ নভম্বর) সকাল সাড় ১০ টার দিক আমতলীর চুনাখালী ব্রীজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা জুবায়ের পরিবহন ( ঢাকা মট্রা ব- ১৩-২০২৭) বাসটি যাত্রী নিয় ঢাকা যাছিলা। পথিমধ্য পটুয়াখালী - কুয়াকাটা মহাসড়কর আমতলী চুনাখালী ব্রীজ সংলগ আসতই রাস্তার পূর্ব থক পশ্চিম দিক পাড়াপাড়র জন্য দৌড় দিলে গাড়ির চাপায় গুরুতর আহত হয় । স্থানীয লোকজন হাসপাতাল নিয়ে আসলে কর্তাব্যরত চিকিৎসক শিশু ইয়াছিনকে মৃত্যু ঘোষণা করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একএম মিজানুর রহমান বলেন, খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ছি।ঘাতক বাসটি আটক কর থানায় আনা হয়েছে। অভিযাগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description