
আবারো ছবি উসকে দিলেন পরীমনি
প্রথম সন্তানের মা হওয়ার পর রয়েছেন মাতৃত্বকালীন বিরতিতে। অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ঠিকই সরব ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। কখনো স্বামী-সন্তানসহ ছবি পোস্ট করছেন, কথা বলছেন বিশ্বকাপে নিজের প্রিয় দল নিয়ে সরব।পুরোনো এই ছবিটি পোস্ট করেছেন পরীমনিফেসবুক থেকে নেওয়া
এবার তিনি শেয়ার করেছেন পুরোনো একটি ছবি। সুইমিংপুলের পাশে বসা একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিটি দিয়ে পরীমনি লিখেছেন, ‘দেশে নাকি প্রচুর থ্রো ব্যাক চলে!’ মাত্র তিন ঘণ্টার মধ্যেই প্রায় ৩০ হাজার ভক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন ছবিটিতে।
পরীমনির ভক্তরা অপেক্ষায় রয়েছেন আবার কবে অভিনয়ে ফিরবেন তিনি। অভিনেত্রী অবশ্য নির্দিষ্ট করে অভিনয়ে ফেরার সময় জানাননি। তার ভাবনাজুড়ে এখন তার ছেলে রাজ্য। রাজ্যের বয়স এখন তিন মাস। মা হিসেবে রাজ্যকে ভালোভাবে সময় দিতে চান পরীমনি।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description