আফগানিস্তানের উত্তরাঞ্চলে বিস্ফোরণে নিহত ৭

আফগানিস্তানের উত্তরাঞ্চলে বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানা যায়। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরে শ্রমিকদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
বালখ প্রদেশের পুলিশের মুখপাত্র মুহাম্মদ আসিফ ওয়াজেরিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা আলজাজিরা জানিয়েছে, ‘সকাল ৭টার দিকে বালখ প্রদেশে হাইরাতান বন্দরের তেল কম্পানির কর্মীদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণ এর ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত হয়েছে ও আহত হয়েছে আরও ছয়জন।’
তবে, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে ওয়াজেরি বলেছেন, ‘বালখের এই বিস্ফোরণের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চলছে।’
তিনি আরও বলেন, ‘রাস্তার পাশের একটি গাড়িতে বোমা রাখা ছিল। তেল কম্পানির শ্রমিকদের বহনকারী বাসটি পৌঁছানোর পরপরই সেখানে বিস্ফোরণ ঘটে।’ -সূত্র : আলজাজিরা
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description