
আন্তর্জাতিক মানের বিউটি স্কিন সেবা নিশ্চিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘মেডিস্পা বাই মুসরাত’
স্টাফ রিপোর্টার.
গতকাল৭ নভেম্বর সোমবার মিরপুর ২ এ এক বর্ণাঢ্য আয়োজনে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘মেডিম্পা বাই মুসরাত’।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেতা ইমতু রাতিশ, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব রবীন রাফান।
এছাড়া উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ইম্প্রেশন এর ডিরেক্টর এডমিন মোস্তফা কামাল সোহেল, ফ্যাশন ফটোগ্রাফার সামির খান,সময়ের আলোচিত ফটোগ্রাফার নয়ন আহমেদ প্রমুখ।
মেডিস্পা বাই মুসরাত’ এখানে গ্রাহকরা আন্তর্জাতিক মানের জনপ্রিয় সকল ট্রিটমেন্ট সেবা নিতে পারবেন অনায়াসে।যেমন মেডি হাইড্রাফেসিয়াল ট্রিটমেন্ট, কসমেটিক্স, সকল ধরনের স্কিন ট্রিটমেন্ট, বডি ফেস পিলিং ট্রিটমেন্ট, পার্মানেন্ট লেজার হেয়ার রিডাকশন ট্রিটমেন্ট, হোয়াইটিনিং ইনজেকশন ট্রিটমেন্ট, অক্সিজেন লিপ্ট ট্রিটমেন্ট এবং এছাড়াও কিছু সিগনেচার প্রোডাক্টও ।
সিগনেচার প্রোডাক্টগুলো ‘মেডিম্পা বাই মুসরাত’র নিজস্ব বিউটি এক্সপার্টের নিজস্ব উদ্ভাবন, যা সার্বিকভাবে নিরাপদ।এছাড়াও থাকছে ফিলিপাইন, মালোয়েশিয়া, থাইল্যান্ড কোরিয়া থেকে মানসম্মত বিউটি প্রোডাক্ট ইমপোর্ট প্রোডাক্টগুলো কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই গ্রাহকরা সর্বোত্তম ফলাফল পাবেন।
মেডিস্পা বাই মুসরাত প্রসঙ্গে প্রতিষ্ঠানের কর্নধার মুসরাত হাসান বলেন "আমরা একই ছাদের নিচে স্কিন, হেয়ার, বডি এবং লেজার কসমেটিক্স সার্ভিস দিচ্ছি।গ্রাহকদের কথা মাথায় রেখে আমরা আমাদের প্রথম প্রতিষ্ঠান মিরপুরে শুরু করেছি।কারণ, মিরপুরের বৃহত্তর জনগোষ্ঠি একই ছাদের নিচে যেনো সৌন্দর্যের সকল সেবার (স্কিন, হেয়ার, বডি এবং লেজার কসমেটিক্স’র সব) বেস্ট কোয়ালিটি সার্ভিস পায়, এই জন্যই এই উদ্যোগ। "
এ সকল সার্ভিসগুলো ছাড়াও ‘মেডিম্পা বাই মুসরাত’ এ পাবেন, ব্রাইডাল এবং পার্টি মেকআপ যা কিনা হবে ব্র্যান্ডের ইমপোর্ট করা মেকআপ আইটেম দিয়ে।এক কথায় ‘মেডিম্পা বাই মুসরাত’ এ গ্রাহকরা সকল ধরনের আধুনিক সার্ভিসগুলো পাবেন। যা কিনা আপনার সৌন্দর্যকে নিয়ে যাবে অন্য মাত্রায়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description