• Tuesday, 07 February 2023
আদমদীঘিতে ভটভটির ধাক্কায় প্রান গেলো এক শিশুর

আদমদীঘিতে ভটভটির ধাক্কায় প্রান গেলো এক শিশুর

রাকিবুল হাসান,আদমদীঘি  প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘি বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময়  ভটভটির ধাক্কায় অজ্ঞাত ১০ বছরের শিশু নিহত হয়েছে।  খবর পেয়ে থানা পুলিশ ভটভটি আটক করে থানা হেফাজতে রাখেন। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে ১২ টায় আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায়। 

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘি বাস স্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ভটভটির ধাক্কায় অজ্ঞাত (১০) বছরের শিশু গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে নেয়। সেখানে অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্মরত চিকিৎসক । বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

এ বিষয়ে আদমদিঘী থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বলেন, ভটভটির ধাক্কায় অজ্ঞাত শিশু নিহত হযেছে। ভটভটি আটক করা হয়েছে। শিশুটি পরিচয়ের জন্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নেওয়া হচ্ছে। 

comment / reply_from