
আদমদীঘিতে ককটেলনিক্ষেপে দুই ছাত্রলীগ নেতা আহত
রাকিবুল হাসান,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সারা দেশ ব্যাপী বিএনপির নৈরাজ্য,সন্ত্রাস ও আদমদীঘির কুখ্যাত রাজাকার খোকাকে গ্রেফতার ও দ্রুত ফাঁসির রায়কার্যকরের দাবীতে উপজেলা যুবলীগের শান্তিপূর্ণ মিছিলে বিএনপিজামায়াতের ককটেল নিক্ষেপের ঘটনায় ছাত্রলীগ নেতা মশিউর রহমান পলাশ ও মৃদুলআহত হয়। গুরুত্বর আহত পলাশকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলা যুবলীগের উদ্যোগে আদমদীঘি দলীয়কার্যালয় থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়ে পুরাতন সোনালী ব্যাংকএলাকায় পৌছা মাত্র মিছিলকে লক্ষ্য করে পর পর ৩টি ককটেল নিক্ষেপ করে বিএনপিজামায়াত নেতাকর্মীরা। এ ঘটনায় থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুতঘটনাস্থলে পৌছলে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষনিকআদমদীঘি দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায়বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলামখান রাজু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদাখন্দকার, সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, দপ্তর সম্পাদকমিজানুর রহমান বাবু, ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু প্রমূখ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description