আজ শুষ্ক থাকতে পারে আবহাওয়া

আবহাওয়া অফিস জানিয়েছে আজ ২৬ নভেম্বর শনিবার সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, এদিন ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলে জানা গেছে।
আজ শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনে রাতের তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে যে, এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর ও পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ ২৬ নভেম্বর শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ও কক্সবাজারে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তেঁতুলিয়ায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ শনিবার (২৬ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে, ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে। এছাড়া, আগামীকাল রবিবার (২৭ নভেম্বর) সূর্যোদয় ভোর ৬ টা ২১ মিনিটে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description