
আজ থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
কামরুল উদ্দিন ইমন,হবিগঞ্জ প্রতিনিধি.
হবিগঞ্জ জেলায় আজ শুক্রবার (১৮ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে মটর মালিক গ্রুপ। প্রশাসন কর্তৃক বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে তারা।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালের মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান বলেন, সিলেটের গণসমাবেশের সঙ্গে আমাদের ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ড থেকে আমাদের কয়েকটি বাস ফিরিয়ে দেওয়া হয়েছে।এর প্রতিবাদে আমরা মালিক-শ্রমিক মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন ধরে নবীগঞ্জের প্রশাসন ও পৌরসভা আমাদের বাস-মিনিবাস চলাচলে বাধা দিয়ে আসছে। তাই আরও আগে থেকেই ধর্মঘট ডাকার সিদ্ধান্ত হয়েছিল।
হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী বলেন, একের পর হবিগঞ্জের লোকাল রুটগুলোতে বাস চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এতে শ্রমিক ও মালিকদের রুটি-রুজি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ডে আমাদের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। অথচ অবৈধ যানবাহনগুলো ঠিকই চলাচল করতে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই আমরা মালিক-শ্রমিকরা মিলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description