
আজ আ লীগের কমিটি গঠন করা হবে
অনলাইন ডেক্স.
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৬ ডিসেম্বর) গণভবনে সভাপতিমণ্ডলীর সভায় দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের এক সভাপতিমণ্ডলীর সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের প্রথম সভাপতিমণ্ডলীর সদস্যদের সভায় যেসব শূন্যপদ আছে সেগুলোসহ কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হতে পারে। এছাড়া আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত অপশক্তি যেন রাজনীতির মাঠ দখল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে এজন্য নেতাকর্মীদের সরব হয়ে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হতে পারে।
একই সঙ্গে আট বিভাগের চারজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং আটজন সাংগঠনিক সম্পাদককে নিদিষ্ট করে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হতে পারে। আওয়ামী লীগের সূত্র মতে, ৮১ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য পদ ১৯টি, যার মধ্যে দুটি শূন্য। সম্পাদকীয় পদ ৩৪টি হলেও তিনটি পদ শূন্য। এছাড়া ২৮ জন কার্যনির্বাহী সদস্যের মধ্যে একজনেরও নাম ঘোষণা করা হয়নি।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description