
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে সুশিক্ষিত-এমপি খোকা
আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। আজ এখানে উপস্থিত আমার সন্তানতুল্য ছাত্র ছাত্রীরা , এই হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে, এই বিদ্যালয়ের কৃতি ছাত্র আবু আসলাম যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হয়েছেন । তাঁর মতো তোমরাও সরকারের বিভিন্ন পর্যায়ে বড় পদে অধিষ্ঠিত হতে হবে। ২৬ নভেম্বর শনিবার বিকেলে উপজলোর ঐতিহ্যবাহী হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা এসব কথা বলেন।
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। আজ এখানে উপস্থিত আমার সন্তানতুল্য ছাত্র ছাত্রীরা , এই হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে, এই বিদ্যালয়ের কৃতি ছাত্র আবু আসলাম যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হয়েছেন । তাঁর মতো তোমরাও সরকারের বিভিন্ন পর্যায়ে বড় পদে অধিষ্ঠিত হতে হবে। ২৬ নভেম্বর শনিবার বিকেলে উপজলোর ঐতিহ্যবাহী হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা এসব কথা বলেন।
এ সময় তিনি আছে আরও বলেন,স্কুলর অবকাঠামো উন্নয়ন আগেও হয়েছে, আরো হবে। উক্ত বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক ভূইয়ার সভাপতিত্বে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধি, ম্যানেজিং কমিটি, শিক্ষক এবং অভিভাবকের ভূমিকা বিষয়ক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু আসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা পরিষদের সদস্য ও জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁ উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্হানীয় নেতৃবৃন্দ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description