• Friday, 27 January 2023
আগৈলঝাড়ায় বীজ না পাওয়ায় চাষাবাদ ব্যাহত

আগৈলঝাড়ায় বীজ না পাওয়ায় চাষাবাদ ব্যাহত

খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি.

বরিশালের আগৈলঝাড়ায় রবিশষ্য ভুট্রা, সূর্যমুখী ও চিনাবাদাম বীজ সময়মত বিএডিসি সরবরাহ না করায় চাষাবাদ ব্যাহত। এসব রবিশষ্য চাষাবাদ অক্টোবর থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত উপযোগী সময়। বিএডিসি বীজ সরবারহ না করার কারণে চলতি বছরে ফসল উৎপাদন করতে পারে নাই এমন অভিযোগ কৃষকদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৫টি ইউনিয়নের কৃষকরা অক্টোবর থেকে নভেম্বর মাসে সূর্যমুখী, ভুট্রা ও চিনাবাদাম চাষের উপযুক্ত সময় হলে এখন পর্যন্ত এসব প্রনোদনার বীজ আগৈলঝাড়া কৃষি অফিসে আসেনি। চলতি বছরে সূর্যমুখী, ভুট্রা ও চিনাবাদাম শষ্যের বীজ না পাওয়াতে কৃষকরা চাষাবাদ করতে পারছে না।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলছি বছর সূর্যমুখী, ভুট্রা ও চিনাবাদাম চাষের জন্য ২৫ জন কৃষকের জন্য ১০কেজি করে ২৫০ কেজি চিনাবাদাম, ৫০জন কৃষকের জন্য দুই কেজি করে ভুট্রা ও ৮০জন কৃষকের মাঝে

এক কেজি সূর্যমুখী বীজ বরাদ্দের কথা থাকলে এখন পর্যন্ত আগৈলঝাড়া কৃষি অফিসে কোন বীজ আসেনি। কৃষক সোলোমান মোল্লা, হালিম সরদার ও শহিদুল ইসলাম জানায়, আমাদের জমি চাষদিয়ে প্রস্তু করে রেখেছি। বীজ না পাওয়াতে জমি খালি পরে আছে। চরতি বছরে আমাদের জমিতে ফসল ফলাতে না পারায় এই ক্ষতি আমার কি দিয়ে পেসাবো জানি না।

এব্যাপারে উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, এই শষ্য বীজের জন্য সার আসলেও এখন পর্যন্ত কোন বীজ আসেনি। বিএডিসিতে বার বার জানানোর পরেও কোন কাজ হয়নি। সময়মত বীজ না পেলে কৃষকরা ক্ষতিগ্রস্থ হবেন।

বরিশাল বিএডিসির উপ-পরিচালক (বীজ) মো.রমিজুর রহমান সাংবাদিকদের বলেন, এই বীজের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আগামী সপ্তাহে উপজেলা পর্যায় কৃষকদের মাঝে বীজ পৌছানো হবে।

comment / reply_from