আগামী ডিসেম্বরেই বিয়ে করছেন গুণীত মঙ্গা

সুখবর দিয়েছেন বলিউডের অন্যতম খ্যাতনামা প্রযোজক গুণীত মঙ্গা। আজ ১৪ নভেম্বর সোমবার ঘোষণা করেছেন, আগামী ডিসেম্বরেই তিনি তাঁর বাগদত্তা তথা ফ্যাশন উদ্যোক্তা সানি কাপুরের সাথে গাঁটছড়া বাঁধতে প্রস্তুত৷
মুম্বাইয়েই বসবে তাঁদের বিয়ের আসর ও ১৬ ডিসেম্বর দিল্লিতে রিসেপশন অনুষ্ঠিত হবে।
‘গ্যাংস অব ওয়াসেপুর’ সিরিজ, ‘শহিদ’, মাসান’, ‘দ্য লাঞ্চবক্স’ এবং ‘প্যাগলাইট’-এর মতো সমালোচক-প্রশংসিত চলচ্চিত্রগুলোতে তিনি প্রযোজক হিসেবে কাজ করেছেন। চলতি বছরের এপ্রিল মাসে সানি কাপুরের সাথে তিনি বাগদান সেরেছেন।
তাঁদের বিয়ে গত জুন মাসেই হওয়ার কথা ছিল। কিন্তু, হটাৎ করে সানি কাপুরের দাদি অসুস্থ থাকার জন্য বিয়ে পিছিয়ে যায়। যদিও সানির দাদি পরে ক্যান্সারের সাথে যুদ্ধে মারা যান। তবে, আগামী ডিসেম্বর মাসেই তাঁরা বিয়ের জন্য প্রস্তুত।
এক সাক্ষাৎকারে বলেছেন, ‘একবার দাদিজির জন্য পুরো বিয়ের আয়োজন করেও তা সম্পূর্ণ হয়নি, তবে এবার আমি প্রস্তুত। যদিও আমি দিল্লিতে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি, কিন্তু আমার পুরো জীবন এখন মুম্বাইয়ে। এখানে পরিবারের মতো বন্ধুদের খুঁজে পেয়েছি। সমস্ত অনুষ্ঠান মুম্বাইয়ে সুসম্পন্ন হবে। আমার ১৮ বছর থেকে এখানে রয়েছি।’
গত বছর একটি ডেটিং অ্যাপে সানির সাথে দেখা হয়।
তিনি আরও বলেছেন, ‘আমি এমন একটি পরিবার খুঁজে পেয়ে কৃতজ্ঞ যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন। যেহেতু আমি মাত্র ২৩ বছর বয়সে আমার বাবা-মা দুজনকেই হারিয়েছি, তাই আমি একটি বড় পরিবারের স্বপ্ন দেখেছিলাম ও সেই স্বপ্নটি সত্যি হওয়ার জন্য আমি খুব উত্তেজিত।’
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description