আকরাম-মিসবাহও বললেন: সাকিব আউট ছিলেন না!

সুপার টুয়েলভে পাকিস্তানের কাছে হারের মধ্যদিয়েই বিশ্বকাপ শেষ হয়ে গেছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে ম্যাচের মতো এই ম্যাচেও বিতর্কিত আম্পায়ারিং এর কথা উঠে এসেছে আলোচনায়। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে ৩য় আম্পায়ার যেভাবে এলবিডাব্লিউ দিয়েছেন, সেটা মোটেও গ্রহণযোগ্য নয়। এমনকি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটাররাও বলছেন, ‘সাকিব আউট ছিলেন না।’
'সুলতান অব সুইং'খ্যাত ওয়াসিম আকরাম পাকিস্তানের টিভি চ্যানেল 'এ স্পোর্টস'-এর একটি অনুষ্ঠানে বলেন, 'আমি যখন রিপ্লেতে আলট্রা এজ দেখেছি, আমার কাছে মনে হয়েছে বল ব্যাটে লেগে অন্যদিকে ঘুরে গেছে। স্পষ্টই দেখা গেছে, ব্যাট মাটিতে লাগেনি। ব্যাট আর পিচের মধ্যে স্পষ্ট ফাঁক ছিল। ক্রিকেটের সহজ ও সাধারণ নিয়ম এটা যে যখন কোনো সন্দেহ থাকবে, সিদ্ধান্ত ব্যাটসম্যানের পক্ষে যাবে। নিশ্চিত করেই বাংলাদেশিরা হতাশ হয়েছে। তাদের হতাশ হওয়ার যথেষ্ট কারণও আছে। এ ছাড়া এবারের বিশ্বকাপে আম্পায়ারিং খুবই গড়পড়তা হয়েছে।'
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাকিস্তানের আরেক কিংবদন্তি ব্যাটার মিসবাহ উল হক। তিনি আকরামের কথার রেশ টেনে বলেন, ‘এটা সাধারণ জ্ঞান থেকেই বোঝা যায় যে বল কোথাও লেগে অন্যদিকে ঘুরে গেছে। ’ উল্লেখ্য, শাদাব খানের করা ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলটিতে সাকিবের বিরুদ্ধে এলবিডাব্লিউয়ের আবেদন হয়। ফিল্ড আম্পায়ার তাতে সাড়া দেন। সাকিব সাথে সাথে রিভিউ নিলে আলট্রা এজে দেখা যায়, বল তার প্যাডে লাগার আগে ব্যাট ছুঁয়েছে। তবু মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন টিভি আম্পায়ার।’
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description