আংটি বদলের আড়াই বছর পরে বিয়ে ভাঙলেন নুসরাত ফারিয়া

আংটি বদলের আড়াই বছর পরে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জানলেন তিনি বিয়ে করছেন না। রনি রিয়াদ রশীদের সাথে এর আগে সাত বছর প্রেম করেছেন নুসরাত ফারিয়া। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার জানালেন তিনি রনিকে বিয়ে করছেন না।
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বললেন, ‘আমি যা করি, বুঝেশুনেই করি। রনির সঙ্গে যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি দু’জনের বোঝাপড়াতেই হয়েছে।’
গত ২০২০ সালের মার্চে বাগদান সেরেছেন। আংটি বদলের একটি ছবি ফেসবুকে পোস্ট করে নুসরাত ফারিয়া স্ট্যাটাসে লিখেছিলেন, ‘আমাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।’
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া ওই সময় বলেছিলেন, ‘হুট করেই দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হলো। করোনার সংকট কেটে গেলে সবাইকে দাওয়াত দিয়েই বিয়ের পিঁড়িতে বসব।’
জানা গিয়েছিলো যে, নুসরাত ফারিয়ার হবু স্বামী রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের পুত্র।
বিয়ে না করার পেছনে বেশ কয়েকটি কারণকে সামনে আনছেন নুসরাত ফারিয়া। তিনি জানালেন, চারদিকে যে পরিমাণ বিচ্ছেদ হচ্ছে তাতে অনেকটাই আতঙ্ক বোধ করেন। নুসরাত ফারিয়া বলেন, ‘আমাদের পরিবার, আত্মীয়-স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমার মতো।’
যদিও পারিবারিকভাবে বিয়ের চাপটা রয়েছে। তারপরও এখনই বিয়ে করতে চান না ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়িকা। নিতে চান সময়। তিনি বললেন, ‘এখন আমি আমার কাজে ব্যস্ত। এই কাজ নিয়ে আপাতত থাকতে চাই। বিয়ের বিষয়টি এখনই ভাবছি না।’
গত ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপরে ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’ এবং ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর সবগুলো যৌথ প্রযোজনার ছবি।
একক বাংলাদেশি প্রযোজনায় তার (নুসরাত ফারিয়া) অভিনীত ছবি ‘শাহেনশাহ’। এ ছবিতে নুসরাত ফারিয়া জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description