• Tuesday, 31 January 2023

'অহঙ্কারী' ইমরানের সাথে আলাপে বসা যায় না’ বললেন শেহবাজ শরিফ

'অহঙ্কারী' ইমরানের সাথে আলাপে বসা যায় না’ বললেন শেহবাজ শরিফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে আলোচনায় বসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, 'আত্মকেন্দ্রিক, মিথ্যাবাদী, প্রতারক, বিরোধী-হিতৈষী এবং সেনাবাহিনী বিরোধী' কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা শুরু করা যায় না ‘

ডন নিউজ জানিয়েছে, ‘পিটিআই আগাম নির্বাচনের যে দাবি জানাচ্ছে তা প্রত্যাখ্যান করে শেহবাজ শরিফ বলেছেন, সামনের বছর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে জনগণকে সিদ্ধান্ত নিতে দিন- কে সঠিক এবং কে ভুল।’

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘ইমরান খান পাঞ্জাব এবং খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বিধানসভা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন।’

এরপরে ইমরানের সাথে আলোচনায় রাজি থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এ দেশটির স্বার্থে তিনি এই অবস্থান নিয়েছেন বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

গত সোমবার পিটিআই জানিয়েছে, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার পূর্বসূরি ইমরান খানকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। শেহবাজ বলেছেন, তিনি পাকিস্তানের স্বার্থে তার মতভেদ দূরে রাখতে প্রস্তুত। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে শেহবাজ শরিফ এই মন্তব্য করেন।’

সেখানে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ‘পাকিস্তানের জন্য একশত ধাপ এগিয়ে যাওয়া যেতে পারে। সকল মতপার্থক্য দূরে সরিয়ে রাখা যেতে পারে। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার সম্প্রতি তার অনুমতি নিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে দেখা করেছেন। দক্ষিণ এশিয়ার এই দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্য।’

পিটিআই বলেছে, ‘অর্থমন্ত্রী দারের সঙ্গে প্রেসিডেন্ট আলভির বৈঠককে ইমরান খানের সাথে যোগাযোগ চ্যানেল তৈরির জন্য ক্ষমতাসীন জোটের প্রচেষ্টার অংশ বলে আখ্যায়িত করেছে পাকিস্তানি গণমাধ্যম।’

এছাড়া, পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলছে, ‘আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে পিটিআই পাঞ্জাব এবং খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বিধানসভা ভেঙে দেওয়ার বিষয়ে আবারও হুমকি দেওয়ার পরে শেহবাজ শরিফের আলোচনার প্রস্তাব সামনে এসেছে।’

কিন্তু আলোচনার প্রস্তাব দেওয়ার সময়ও ইমরান খানকে ‘আত্মকেন্দ্রিক’ ওএবং ‘প্রতারক’ বলে অভিহিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। -সূত্র: দ্য ডন, ইন্ডিয়ান এক্সপ্রেস

comment / reply_from